খবর

বিদেশি ইউটিউবার কে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার

অস্ট্রেলিয়ান ইউটিউবার লোক লুক ডামান্ট ঢাকায় বেড়াতে আসলে একজন বৃদ্ধ তাকে বিরক্ত করে তখন তিনি রেগে যান। এ বিষয়টি টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানার চোখে পড়ে তখন বৃদ্ধ ব্যক্তিকে গ্রেফতার করে। ৩ এপ্রিল সোমবার টুরিস্ট পুলিশ হেডকোয়াতের অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এ তথ্য টি জানানো হয়।

এর আগেও তিনি ফেসবুক পোস্টে জানান, যে লোকটি বিদেশি পর্যটককে মহা বিরক্ত করেছেন তিনি ভিক্ষুক নয়, তার স্বভাব ভিক্ষুকের মতো। Avoid This Man in Bangladesh! ট্যুরিস্ট পুলিশ বৃদ্ধ লোকটিকে গ্রেফতার করায় অস্ট্রেলিয়া ইউটিউবার টুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানান। লুক ডামান্ট তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে জানান, দর্শনার্থীদের নিরাপত্তা করার জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশদেরকে জানাই ধন্যবাদ।

আরো পড়ুন: যে কারণে ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি

তাছাড়া পুলিশ সুপার নাদিয়া ফারজানাও জানান,কোথাও আমার আপন চেষ্টা করছি বিদেশি পর্যটক যেন আমাদের দেশে আসে। আর কোথাও সব ভন্ডুল লোক বোঝে বসে আছে তাদেরকে বিরক্ত করার জন্যকরার জন্য। তাই সবার খেয়াল রাখতে হবে বিদেশি পর্যটকদের যেন কেউ আমাদের সামনে বিরক্ত না করে। বিদেশি পর্যটক দেশে আসা কতটা গুরুত্বপূর্ণতা সবার বুঝতে হবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।