নতুন করে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরডিআরএস বাংলাদেশ। লোন বিভাগে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদের নাম: লোন অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত না
বেতন ও সুযোগ সুবিধা: বেতন ২৩০০০। উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা: ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স পাস করতে হবে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তবে বিজ্ঞপ্তি অনুসারে অবশ্যই বৈধ মোটরসাইকেল চালনার লাইসেন্স থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নিম্নোক্ত ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে –
www.rdrsbangladesh.org
এছাড়াও আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
https://www.bdjobs.com