ফিচার

যে কারণে ২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে। রমজান এর বাইরে নয়। তবে কি ২০৩০ সালের রমজান মাস ৩৬ হয়ে যাবে! ‘না’, রমজান মাস ঠিকই থাকবে। বরং বছরের শুরু ও শেষে রমজান অনুষ্ঠিত হবে। আর তাতে মুমিন মুসলমান একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগরে জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ।

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ বলেছেন, এমন ঘটনা বার বার পুনরাবৃত্তি হয় না। মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে। ১৪৫১ হিজরি মোতাবেক ২০৩০ সালের ৫ জানুয়ারি রমজান মাস শুরু হবে। ৩০ দিন পূর্ণ হবে ৩ ফেব্রুয়ারি।

আরো পড়ুন: রমজান মাসে একজন মুসলিমের সারাদিন যেভাবে কাটবে

আবার একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর অবধি মুসলমানরা ছয় দিন রোজা রাখবেন। সে হিসেবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা রাখবে। উল্লেখ্য, ২০৩০ সালের মতো এক খ্রিস্টবর্ষে দুইবার রমজান পাওয়ার ঘটনা অনেক বছর পর পর ঘটে থাকে।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।