ফিচার

হরিণ এক লাফে ২৩ হাত যায় আর বাঘ ২২ হাত তবুও হরিণটি বাঘের শি’কারে প’রিণত হয় কেন

হরিণ বাঘের তুলনায় নিরীহ প্রানী। বাঘ অত্যান্ত হিংস্র প্রকৃতির এবং হরিন শিকার করে থাকে। বাঘ যখন হরিনের পিছনে ছুটে বেড়ায় তখন কিন্তু হরিন প্রানপন গতিতে দৌড়াতে থাকে। কিন্তু হরিন দৌড়ানোর সময় পিছনের দিকে বার বার তাকানোর কারনে তার গতি তুলনামূলক ভাবে কমতে থাকে।

তবে যেহেতু বাঘ সর্বদা সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং গড় গতি এর সর্বদাই বৃদ্ধি পায়। যদি হরিন দৌড়ানোর সময় এমন না করে থাকত তাহলে হরিনও বাঘের হাত থেকে রক্ষা পেত। মূলত হরিণের ভুলের জন্যই বাঘের হাতে শিকার হয়। শিকার করা মানেই লাফালাফি আর দৌড়াদৌড়ি না, তাহলে সাপ/কুমির এরা কখনোই শিকার করতে পারতো না। এখানে কৌশল সবচেয়ে বড়ো ভূমিকা রাখে।

আরো পড়ুন: ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হলে করণীয় কি?

বাঘ হরিণের সাথে দৌড়ে পারবে না দেখেই চুপিচুপি হরিণকে বুঝতে না দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। এছাড়া ওরা যদি দৌড়ে শিকার করতেই চায় তাহলে হরিণের দল থেকে দুর্বল ও অনভিজ্ঞ সদস্য অর্থাৎ বিশেষ করে অসুস্থ ও শিশু বেছে নেয় যাতে সহজে ধরতে পারে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।