ফিচার

হোটেল রুমের বিছানা-বালিশ সাদা হয় কেন, জানেন কী

ভ্রমণ করতে গেলে হোটেলে তো থাকছেন। সকল হোটেলের বিছানা-বালিশ সাদা হয় নিশ্চয়ই দেখেছেন? কোনদিন কি মনে হয়েছে কেন হোটেলে বিছানা-বালিশ সাদা হয়। ৯০ দশকের শুরুতে ওয়েস্টিন হোটেল গ্রুপ হোটেলে সাদা বিছানার চাদর, সাদা বালিশের কভার, ও সাদা তোয়ালের ব্যবহার শুরু করা হয়েছিল। আমেরিকা ও ইউরোপের কয়েকটি নামী দামী হোটেলেও সাদা চাদর, সাদা বালিশের কাভার ব্যবহারের চলন ছিল।

য়েস্টিন এবং শেরাটন হোটেলের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন হুভা’র-ই ওয়েস্টিন হোটেল গ্রুপের ঘরগুলোতে সাদা চাদর, বালিশ ব্যবহারের পরাম’র্শ দেন ১৯৯০ এর দিকে। হোটেলের সাদা চাদর ও সাদা বালিশের কাভার ব্যবহারের বিভিন্ন যুক্তি দিয়েছে। সাদা রঙের মধ্যে একটা স্বচ্ছতা আছে। একটা পবিত্রতা আছে। উজ্জ্বলতা আছে। ধবধবে সাদা একটা মন ভাল করা রঙ।

হোটেলের বিছানাটা বেশি প্রাধান্য পায় বেড সাদা হলে আর ঘরটাকেও প্রশস্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন দেখায়। সাদা টানটান করা একটা বিছানা বালিশ শরীরের অবসন্নতা অনেকটা দুর করে দেয়। মনে হয় এই বিছানায় শুলে ঘুম ভাল হবে। সাদা চাদর ও সাদা বালিশ কভার হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে। এনে দেয় মানসিক তৃপ্তি। এরিন হুভারের যুক্তি মেনে এই পদ্ধতি ব্যবহারের ফলে ওয়েস্টিনের হোটেলগুলোর ব্যবসা অনেকটাই বেড়ে যায়। অতিথিদের পছন্দের হোটেলের তালিকায় জায়গা করে নেয় ওয়েস্টিনের হোটেলগুলো। পরবর্তীকালে প্রায় সবাই এই পন্থা অনুসরণ করতে শুরু করেন।

আরো পড়ুন: ভালো কাজের হোটেল: ভালো কাজ করলেই খাবার মিলে যে হোটেলে!

সাদা রং সবচেয়ে বেশি আলোর প্রতিফলন ঘটায়। সেজন্যে হোটেলে সাদা চাদর ও সাদা বালিশের কাভার ব্যবহার করা হয় যেন হোটেল রুম গুলো সাদা দিয়ে পরিপূর্ণ থাকে। তাছাড়া সাদা রং ব্যবহারের ফলে রুমগুলো বেশি উজ্জ্বলতা মনে হয়। সাদা চাদর ও বালিশ একটু নোংরা হলে তা একসঙ্গে ভিজিয়ে ধোয়া যায়। অন্য রঙের হলে একটা থেকে অন্যটায় রং লেগে যাওয়ার শঙ্কা থাকেবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।