
দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ফুড অ্যান্ড বেভারেজ অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় হলো আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
পদের নাম: ফুড অ্যান্ড বেভারেজ অফিসার
ডিপার্টমেন্ট: রেসিডেন্সিয়াল ক্যাম্পাস
পদ সংখ্যা: নির্ধারিত নয়
কাজের ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান হতে স্নাতক / ডিপ্লোমা ডিগ্রি (ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট/হোটেল)। ফুল হাইজিন ট্রেনিং / সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে। ফুড অ্যান্ড বেভারেজ সুপারভাইজারি এবং ডাইনিং অ্যান্ড রুম সার্ভিসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। এছাড়া কম্পিউটিং ও যোগাযোগে দক্ষ হতে হবে। স্বউদ্যোমী ও পরিশ্রমী হতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (সাভার)
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম:
আগ্রহীরা সরাসরি অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন করতে পারবেন। [আবেদন লিংক]
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২২।
উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে ফজলে হাসান আবেদের ব্র্যাক সংস্থার শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়।