জাতীয়সন্দেশস্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

হাসপাতালে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি!

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। যা এখন অবধি সর্বোচ্চা। বর্তমানে সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৬০ জন। তবে, ডেঙ্গুতে এই সময় নতুন কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

এই তথ্য মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে মতে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মাঝে ঢাকার বাসিন্দা প্রায় ৩১৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন প্রায় ১২৩ জন। তাছাড়া বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে সব মিলিয়ে ভর্তি আছেন প্রায় ১ হাজার ১৯১ জন। আর ঢাকার বাইরে আছে ৩৬৯ জন।

এই চলতি বছর এখন অবধি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৪৫ জনের। এছাড়াও এই বছরের জানুয়ারি হতে আজ (২০ সেপ্টেম্বর) অবধি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১২ হাজার ৭ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১০ হাজার ৪০২ জন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছিল। যা এই বছরে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।