পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নতুন করে জনবল নিয়োগ দিতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ । উক্ত পদে আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে ২৫ হাজার বেতনে চাকরি
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: এসসিএম
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ২৫,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২১-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
যেভাবে করতে হবে আবেদন:
উক্ত পদের জন্য আগ্রহীরা https://jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২২
উল্লেখ্য, ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লিমিটেড দুটি কোম্পানি। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)।
এ ছাড়া প্রাণ ফুডস লিমিটেড, প্রাণ বেভারেজ লিমিটেড, হবিগঞ্জ এগ্রো লিমিটেড, প্রাণ এগ্রো লিমিটেড, নাটোর এগ্রো লিমিটেড, প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ময়মনসিংহ এগ্রো লিমিটেড, বঙ্গ বেকার্স লিমিটেড (অলটাইম ও বিস্ক ক্লাব ব্র্যান্ড), প্রাণ কনফেকশনারি লিমিটেড, সান বেসিক কসমেটিকস লিমিটেড, চরকা টেক্সটাইল লিমিটেড, প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২৫ টির বেশি কোম্পানি রয়েছে।প্রাণ-আরএফএলের দেশের ১৩টি স্থানে ২৩টি কারখানা রয়েছে, বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের উৎপাদিত পণ্য ১৪৫ টির বেশী দেশে রপ্তানি করা হচ্ছে।
আরও পড়ুন: অ্যামাজনে চাকরি পেলেন হাবিপ্রবির শিক্ষার্থী খাইরুল বাশার!