জাতীয়সন্দেশস্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

‘ভুল চিকিৎসায়’ মৃত্যু গর্ভবর্তী নারীর, হাসপাতাল ঘেরাও করলেন স্বজনরা!

সম্প্রতি কিশোরগঞ্জ জেলার ভৈরবে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এক গর্ভবতী নারীর। এরই ক্ষোভে হাসপাতালটি ঘেরাও করছেন স্বজনরা। তবে এই ঘটনায় বেসরকারি হাসপাতালটির মালিকপক্ষ চড়াও হয়েছেন নিহত স্বজনদের ওপর। অভিযোগ ওঠে তাদের শারিরীকভাবে নির্যাতন করার। এসব খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত গর্ভবতী নারী বা প্রসূতির পরিবারের অভিযোগ, ‘গত রবিবার তারা এক দালালের (মো. জাকির হোসেন) মাধ্যমে প্রসূতিকে (তাকমিনা বেগম) সিজিরিয়ান অপারেশনের জন্য বেসরকারি হাসপাতাল স্বদেশে ভর্তি করানো হয়। এরপর সন্ধ্যার দিকে তাকমিনা বেগম একটি ছেলে সন্তান জন্ম দেন এবং হাসপাতাল কতৃপক্ষ জানান তাকমিনার শারিরীক অবস্থা ভালো নয়। আর দ্রুত তারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকমিনাকে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাকমিনাকে মৃত ঘোষণা করেন।’

নিহত তাকমিনার স্বজনদের আরও অভিযোগ, ‘তাকমিনার মৃত্যু হয় হাসপাতালের ভুল চিকিৎসার কারণে এবং স্বদেশ হাসপাতালে মৃত্যু হয় তাকমিনার। স্বদেশ হাসপাতালের কতৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে তারা নিজেরাই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকমিনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।’

আরও পড়ুন# উত্তরায় ট্রেনে কাটা পড়ে নি’হত ১

নিহত তাকমিনার বাবা মো. রফিকুল ইসলাম জানান, ‘এই ঘটনার পরের দিন সোমবার তার মেয়ের মরদেহ দাফন করে বুধবার বিকেলে তারা হাসপাতালে আসে। আর তাদেরকে মালিকপক্ষের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাছাড়াও এই বিষয় নিয়ে কেউ কথা বললে তার খুব খারাপ হবে বলে হুমকি দেয়। এমনকি তারা প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ করবে, তবুও দেখে নিবে বলে হুমকি দেয়।’

তবে এই বিষয়ে কথা বলতে নারাজ স্বদেশ হাসপাতাল মালিকপক্ষের পরিচালক মো. মাজহারুল ইসলাম। এছাড়াও ভৈরব থানার উপপরিদর্শক কায়সার আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।