হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

বর্তমানে অচেনা জায়গায়, অচেনা বাসায় ভিজিট করা কোনো ব্যাপরই না। গুগল ম্যাপের বদৌলতে খুব সহজে বিশ্বের সর্বত্র ঘুরে ফিরে আসা যায়। কেবল এর জন্য প্রয়োজন পড়ে একটি স্মার্টফোন ও পর্যাপ্ত ইন্টারনেট সংযোগ।
কেউ চাইলে নিজের লোকেশন লাইভ শেয়ার করতেও পারবেন। হোয়াটসঅ্যাপে খুব সহজেই নিজের লোকেশন শেয়ার করা যায় অন্য কারো সাথে। কিন্তু অনেকেই জানেন না, কীভাবে নিজের লোকেশন শেয়ার করা যায়। তো চলুন জেনে নিই—
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে নিজেদের লাইভ লোকেশন এন্ড টু এন্ড এনক্রিপটেড শেয়ার করার অনুমতি দেয়। এর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘+’ বাটনে ক্লিক করে নিজেদের লোকেশন বেছে নিতে হবে। এছাড়াও ‘অ্যাটাচ’ বাটনে গিয়ে ‘লোকেশন’ অপশনে যান। এরপর ‘লাইভ লোকেশন শেয়ার’ অপশনে ট্যাপ করুন। লোকেশন শেয়ার বন্ধ করতে চাইলে ‘লোকেশন শেয়ার’ অপশন ডিসেবল করে দিন।
আরও পড়ুন# বিশ্বের প্রথম উড়ন্ত বাইক ‘এক্সটুরিসমো’ এর আত্মপ্রকাশ!
এভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করতে, একা কোথাও গেলে প্রিয়জনদের কাছে আপনার লাইভ লোকেশন শেয়ার করে রাখতে পারেন!