
সম্প্রতি বিশ্বে শীর্ষস্থানীয় মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি অপ্পো জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে জনবল নিয়োগ দেবে। অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও আগ্রহীরা ই-মেইলে সিভি পাঠাতে পারবে।
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার।
পদের সংখ্যা: অনির্ধারিত।
আবেদন যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস।
অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীর পূর্বে মোবাইল ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে স্যামসাং, শাওমি, ভিভো, রিয়েলমি ও হুয়াহুয়ে কোম্পানিতে সেলস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবে।
তাছাড়াও এই পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে। টিম ওয়ার্কে নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
মাসিক বেতন: ২৫০০০-৪৫০০০ টাকা পর্যন্ত (অভিজ্ঞতা অনুসারে)।
সুযোগ-সুবিধা: এই প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা সিভি পাঠাতে পারবেন opporajeun@gmail.com ঠিকানায়।
আবেদনের শেষ সময়: আগামী ২৫ অক্টোবর ২০২২।