
নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
আগের দিন গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তেজগাঁও বিজিপ্রেস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
অবরোধ কর্মসূচিতে যোগ দেওয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তারা পুরো রাস্তাটি অবরোধ করে। ফলে রাস্তায় তৈরি হয় যানজট!
আরও পড়ুন# কুড়িগ্রামে ১২ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ২০০০ টাকায়!
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাজটের ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করেছে। ফলে তেজগাঁওয়ের বিজয় সরণি মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বোঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে।