অদ্ভুতুড়েজাতীয়সন্দেশ

নীলফামারীর ডোমারে ৫ পায়ের বাছুরের জন্ম!

নীলফামারীর ডোমারে একটি পাঁচ পায়ের বাছুরের জন্ম হয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গাভি ওই বাছুরটি জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাছুরটিকে দেখতে ভিড় জমায়।

আরও পড়ুন# ঢাকায় শনাক্ত হলো ওমিক্রনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট!

গোরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের ওপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তবে চিকিৎসক জানিয়েছেন, পাঁচ পা থাকার পরও কোনো সমস্যা নেই। বাছুরটি সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এমন ঘটনা খুব কম দেখা যায়। তবে বাছুরটির ৫টি পা হলেও কোনো সমস্যা হবে না। শরীরের সব অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে অতিরিক্ত পা’টি আকারে বাড়বে না। সাধারণত জিনগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে বলেও জানান এ কর্মকর্তা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।