পাবনায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটায় পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হত আওয়ামী লীগ নেতার নাম সাইদার মালিথা (৫০)। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য ছিলেন।
আরও পড়ুন# বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নং সতর্কতা সংকেত!
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাইদার মালিথা স্থানীয় বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে চর বাঙ্গাবাড়ী গ্রামে বাঁধের ওপর মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। এরপর তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে দুর্বৃত্তের দল। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। এ সমত স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মামলা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হ’ত্যাকাণ্ড হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছি। মামলার পর তদন্তে হ’ত্যার কারণ বেরিয়ে আসবে।