
হঠাৎ করেই দেশে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।
গতকাল ১৩ জুলাই সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবারে ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকার ঢাকার বাসিন্দা ৩৯জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি আছেন ১২৬ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ৪৩ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৫২৮ জন। তারমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১ হাজার ৩৫৮ জন। এবং মৃত্যু হয়েছে এক জনের।
উল্লেখ্য ২০২১ সালের জুন-জুলাই মাসে দেশে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগীর সংখ্যা বাড়তে শুরু করে। এসময়ে হসপিটাল গুলোতে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।