
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— বাড়ির উঠানে লাফিয়ে ওঠে এলো প্রচুর কই মাছ। এই নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
মূলত ঝিরিঝিরি বৃষ্টি ও মেঘের গর্জনের ফলে পুকুর হতে কই মাছ ওঠে আসে পুকুর পাড়ে। একসময় তা পুকুর পাড় হতে গড়াতে গড়াতে চলে আসে বাড়ির উঠানে। আর একটা দুইটা কই মাছ না। অসংখ্য কই মাছ।
আরও পড়ুন# সৌদি আরবে ট্রেন চালক হিসেবে নিয়োগ পাচ্ছেন নারীরা!
সেই মাছেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কিছু তরুণ সেই মাছগুলোকে ধরছেও। আসলে এমন লোভনীয় কই মাছ দেখে না ধরে থাকা যায় না।
তবে এই নিয়ে নানান মানুষের নানান মত। কীভাবে এলো এই কই মাছ! এটা কীভাবে সম্ভব ইত্যাদি। তবে সব সমালোচনা ও আলোচনাকে পাশ কাটিয়ে ভিডিয়োটি পেয়েছে জনপ্রিয়তা।