জাতীয়সন্দেশ

মাদক মামলা থেকে বাঁচতে, ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ!

মাদক মামলায় দুই বছরের সাজা হয় বিল্লাল হোসেন নামক ব্যক্তির। আর এই সাজা থেকে বাঁচতে গত ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে ছিল সে। তবে এই ছদ্মবেশও তার শেষ রক্ষা করেনি। গত শনিবার (১০ সেপ্টেম্বর) বাড্ডা থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করে বিল্লালকে।

বিল্লাল মাদক মামলার জামিনে বের হয়। এরপর দুই বছরের কারাবাস থেকে রেহাই পেতে এই ছদ্মবেশে ছিলেন।

এই বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ২০১২ সালের ৭ সেপ্টেম্বর বিল্লাল হোসেন মাদকসহ শাহআলী থানা পুলিশের কাছে আটক হয়েছিলেন।

আরও পড়ুন# পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!

এই মাদক মামলা থেকে জামিনে বের হয়ে মামলার দায় থেকে বাঁচতে শাহ আলী থানা এলাকা ছেড়ে তিনি চলে যান। ওই মামলায় আসামি বিল্লালের ২ বছর সাজা হয়।

গত ৭ বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে তিনি আত্মগোপনে থাকেন। পরে গত শনিবার শাহ আলী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়। পরে বাড্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এছাড়াও বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পান, তার ভিত্তিতে বলেন— আটক হওয়া বিল্লাল আসলে হিজড়া নয়। তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।