জাতীয়সন্দেশ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ!

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার বিমান বাহিনীর ছোঁড়া গোলা এসে পড়ায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াও মো মো-কে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র দেন।

আরও পড়ুন# মিয়ানমার হেলিকপ্টার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন!

জানা যায়, সকালে রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। তার সাথে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে মিয়ানমারকে।

একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন বলে সেটির বিষয়েও নাইপিদোকে ঢাকার তরফ থেকে তাগিদ দেওয়া হয়।

এর আগে গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টার শেলের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। যে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানায় ঢাকা।

এর আগে গতকাল চারটি বার্মিজ অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমঘুম ইউনিয়নে ঢুকে পড়ে। হেলিকপ্টার থেকে ছোঁড়া একটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশ সীমান্তের ১২০ মিটার অভ্যন্তরে। যদিও এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর আরও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর সংঘাতের ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।