জাতীয়সন্দেশ

মুন্সীগঞ্জে তিন বছরের শিশুকে হ’ত্যা!

মুন্সীগঞ্জে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুটির নাম ওয়ালিদ। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামে।

গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। বাড়ি শিশুটি থেকে নিখোঁজ হওয়ার পর গ্রামে ও তার আশেপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশিরা। তবে বহু জায়গায় খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি শিশুটিকে।

আরও পড়ুন# পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা!

পরে আজ সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে শিশু ওয়ালিদের র’ক্তাক্ত ম’রদেহ পাওয়া যায়। তাকে নৃ’শংস’ভাবে হ’ত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা সম্পর্কে নিশ্চিত নয় নিহত শিশুটির পরিবার। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজিব খান জানান, আমরা বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ বা মামলা করা হলে অপরাধীদের খুঁজে বের এ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য শিশু ওয়ালিদ অনলাইনে জনপ্রিয় লেখক ও অনুবাদক ত্বাইরান আবিরের ভাগিনা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।