নিউ ইয়র্কের রাস্তার নাম এখন বাংলাদেশ স্ট্রিট

বাংলাদেশ স্ট্রিট নামে একটি রাস্তার নামকরণ করা হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের সেভেনট্রি থার্ড স্ট্রিট এখন থেকে বাংলাদেশ স্ট্রিট নামে পরিচিত হবে। রাস্তার নামকরণের উপলক্ষে সেখানে রবিবার দুপুরে একটি অনুষ্ঠান করা হয়। এখানে বাংলাদেশের অনেক প্রবাসী যোগদান করেন। বাংলাদেশের জাতীয় দিবস অর্থাৎ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
জ্যাকসন হাইটসের একটি রাস্তা ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণের জন্য প্রায় এক বছর ধরে জেবিবিএ সাবেক ও বর্তমান কর্মকর্তারা নানা তৎপরতা চালিয়ে আসছেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে তাদের কাউকেই কোনো রকম বক্তব্য দিতে না দেওয়ায় প্রবাসীদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। শেখর কৃষ্ণান বলেন, এই জ্যাকসন হাইটসেই রয়েছে বাংলাদেশিদের বিশাল ক্ষুদ্র ব্যবসা।
আরো পড়ুন: সিলেটে বাংলাদেশের লন্ডনি পাড়া ভ্যালি সিটি দেখতে একদম লন্ডনী সিটির মতো
তারা এই ব্যবসার মধ্য দিয়ে অনবদ্য করে তুলেছেন এই এলাকাকে। তাছাড়া সারা বছর ধরে বাংলাদেশিরা এই এলাকা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি পরিবেশনের মধ্য দিয়ে প্রাণবন্ত করে রাখেন। মূলত বাঙালি প্রতি শ্রদ্ধা দেখিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট রাস্তাটির নাম বাংলাদেশ স্টেট করেছে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।