জাতীয়

বঙ্গবাজারে আগুন ব্যবসায়ীদের আহাজারি, কোটি কোটি টাকার মালামাল চোখের সামনে পুড়ে ছাই

ঢাকার বঙ্গবাজারে আগুন পাঁচ হাজারও বেশি দোকান পড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের কয়েকটি মার্কেটে ও ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। এতে নিঃস্ব হয়ে গেছে দোকানিগণ। ব্যবসায়ীদের আহাজারি ও কোটিকোটি টাকার মালামাল চোখের সামনে পড়ে ছাই হয়ে গেল মাটিতে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা বছরের মধ্য রমজান মাসে তাদের ভালো বেচাকেনা হয়। রোজার ঈদকে সামনে রেখে তারা কোটি কোটি টাকার মালামাল তুলেছিল দোকানে।ঘুম থেকে উঠেই দেখেন তাদের স্বপ্ন আগুনের সাথে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ব্যবসায়ী জহির বলেন, আমার কেনা দুইটা দোকান ছিল।

৪০ লাখ টাকার ইনভেস্ট ছিল। ২৪ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। আজ আমার সবকিছুই শেষ। চোখের সামনে পুড়ছে খেয়ে পরে বেঁচে থাকার, পরিবারের সদস্যদের নিয়ে টিকে থাকার ও একমাত্র উপার্জনের উৎস। দূর থেকে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনও উপায় নেই ভুক্তভোগী ব্যবসায়ীদের।

আরো পড়ুন: অবশেষে সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন

হতাশা, ক্ষোভ, আর্তনাদ প্রকাশ ছাড়া নিরুপায় তারা। খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে একজন হার্ট অ্যাটাকও করেন। তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। অন্যান্য ব্যবসায়ীরা বলেন, গত দুই বছর ধরে আমাদের ব্যবসা হয়নি ভাবছিলাম এইবার ঈদে ব্যবসা করব কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল আমাদের। তবে তারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান, প্রধানমন্ত্রী যেন তাদেরকে পুনরায় ব্যবসা করার সুযোগ করে দেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।