প্রযুক্তিফিচার

মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে তৎক্ষণাৎ যা করবেন

আপনার মোবাইল ফোন চুরি বা হারানোর প্রতিরোধের প্রধান কৌশল নিজের সাবধানতা ও সচেতনতা। নিজের জিনিস সাবধানে রাখলে কখনোই হারানো বা চুরি হবে না। ফোন কেনার সময় পাওয়া মেমো এবং প্যাকেট সংরক্ষণ করে রাখুন, কারণ এতে ফোন সম্পর্কিত নানা তথ্য থাকে যা ফোন হারিয়ে গেলে কাজে লাগতে পারে খুঁজে পেতে। আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তৎক্ষণাৎ করবেন…

১.আপনার মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে আপনার এলাকার পার্শ্ববর্তী থানায় গিয়ে মামলা করুন। তবে আপনার মোবাইলের IMEI Number উল্লেখ্য করে সেই থানায় মামলা করতে হবে। IMEI Number যদি মনে না থাকে তাহলে আপনার মোবাইলের সিম নাম্বার টি দিয়ে মামলা করুন। তাহলে পুলিশ কর্তৃপক্ষ মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হবে।

২.মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রথমেই আপনার টেলিকম অপারেটরকে কল করুন এবং আপনার নম্বরের আউটগোয়িং পরিষেবা সাময়িকভাবে ব্লক করার জন্য অনুরোধ করুন। তাহলে আপনার মোবাইল ফোনের কিছু নিরাপত্তা পাওয়া যাবে।

৩. মোবাইল ফোন হারিয়ে গেলে। আপনার মোবাইল ফোনের ড্রাইভে , গুগল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইত্যাদিতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র অন্য একটি মোবাইলে লগইন করে সেগুলো পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। তা না হলে আপনার পার্সোনালিটি অন্য কেউ নিয়ে যাবে।

আরো পড়ুন: হলুদ হয়ে যাওয়া ফোনের ব্যাক কভার নতুনের মতো ঝকঝকে করার সহজ টিপস

৪.ফোন হাতছাড়া হলে দ্রুত সেটির আইএমইআই নম্বর ব্লক করুন।

৫. আপনি যদি নিশ্চিত হন যে আপনার ফোন চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ টুলের সাহায্যে সেই ফোনের ডেটা রিমুভ করে দিন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।