আন্তর্জাতিকসন্দেশ

শস্য রপ্তানি চুক্তির ২৪ ঘণ্টা না যেতেই ওদেসা বন্দরে রুশ হামলা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঐতিহাসিক শস্য রপ্তানি চুক্তির কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের বন্দরনগরী ওদেসার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। অথচ চুক্তি অনুযায়ী, ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য পরিবহনের সময় হামলা না করার শর্তে রাজি হয় রাশিয়া। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

টেলিগ্রামের এক বার্তায় ইউক্রেনের ওই অঞ্চলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “শত্রুরা ওদেসা বাণিজ্যবন্দরে ক্যালিবার ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে আর দুটি মিসাইল বন্দরের স্থাপনায় আঘাত করেছে।”

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল টুইট করেন, “এই হামলা আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়ার সম্পূর্ণ অবজ্ঞা প্রমাণ করে। ইস্তাম্বুলে চুক্তির স্বাক্ষরের একদিন পরে শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করা নিন্দাজনক ঘটনা। ইইউ এই হামলার তীব্র নিন্দা জানায়।” জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে বলেন, “রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের মধ্যে যে শস্য চুক্তি হয়েছে তার পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।”

উল্লেখ্য, কয়েক মাস ধরে ওদেসাসহ কৃষ্ণসাগরের বন্দরগুলো আবারও খুলে দেওয়ার জন্য আহ্বান করে আসছিল জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। মূলত ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর জরুরি খাদ্যচাহিদা পূরণের জন্য এমন আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে এক চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: নূপুর শর্মাকে ১০ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ সুপ্রিম কোর্টের!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।