ধর্ম

ঘরে বসেই একদম ফ্রিতে মসজিদে নববী দেখবেন যেভাবে

মসজিদে নববী দেখার কার না ইচ্ছে হয় আমাদের অনেকেরি মসজিদে নববী দেখার স্বপ্ন আছে আজ আমরা জানবো একদম ফ্রিতে মসজিদে নববী দেখার সুযোগ!

অনুলিপি ডেস্কঃমসজিদে নববী দেখার শখ প্রত্যেকটি মুসলমানদের মাঝে রয়েছে। কিন্তু শখ থাকলেও সবার কপালে মসজিদে নববী দেখার ভাগ্য জোটে না। কারণ সেই শহরে তারাই যেতে পারে যাদের প্রচুর টাকা রয়েছে। বর্তমান আধুনিকতার যুগে উন্মুক্ত করা হয়েছে মসজিদে নববী দেখা। সৌদি আরবের মদিনা মুনাওয়ারাকে বলা হয় ‘মদিনাতুন নবী’ বা নবীর শহর। এই শহরের প্রত্যেকটি অলিতে গলিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর স্মৃতি রয়েছে। তাইতো হজের সময় হাজারো লক্ষ কোটি মুসলমানদের ঢল পড়ে সেই শহরে। সে শহরে গিয়ে মুসল্লীরা মসজিদে কুবা,উহুদ পাহাড়, খন্দক যুদ্ধে পরিখা খননের ইতিহাস, রহমতের স্তম্ভ, রিয়াজুল জান্নাত ইত্যাদি জায়গায় বাস্তবে সশরীরে ডুব দেন। সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে ব্যক্তির পথচারণার কারণে মদিনা বাসী ধন্য হয়েছে। ধন্য হয়েছে সেই শহর। কেননা রাসূল সাল্লাল্লাহু সালাম এই শহরে আসার পূর্বে এত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল না।

কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা ছেড়ে মদীনা হিজরত করলেন সাথে সাথে মদিনার অধিবাসীগণ তাকে বরণ করে নিলেন। তাকে বরণ করতে শিশু থেকে বৃদ্ধ সবাই দৌড়ে এসেছিল। শিশুরা গেয়ে ওঠেছিল- তালায়াল বাদরু আলাইনা অর্থাৎ সূর্য উদিত হয়েছে আমাদের ওপর। পৃথিবীর নানা প্রান্তে থাকা অনেকেই এখনো ইচ্ছা থাকা সত্ত্বেও এই পবিত্র মসজিদ দেখার সুযোগ পাননি। আধুনিক এই সময়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ভ্যার্চ্যুয়ালিভাবে মসজিদে নববী ঘুরে দেখার সুযোগ চালু করেছে সৌদি আরবের সরকার। দেশটির মদিনায় অবস্থিত ‘মসজিদে নববী’। পবিত্র ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম মসজিদে নববী। নির্মাণ ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত মদিনার এই মসজিদ। পবিত্র হজ ও ওমরাহ পালনের সময় নামাজ পড়তে হয় মসজিদটিতে।

আপনি যদি ঘরে বসে ভার্চুয়াল ভাবে মসজিদে নববী দেখতে চান এই ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। ভার্চুয়াল ভাবে মসজিদে নববী দেখার সাথে সাথে পবিত্র কুরআন তেলাওয়াত শোনা যাবে। এবং তেলাওয়াতের সাথে সাথে আজানও শোনা যাবে। মসজিদে নববীর আশেপাশে উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে ঘুরে দেখা যাবে। এবং বিভিন্ন সুন্দর সুন্দর তথ্য জানতে পারবেন।

চাইলে দেশ ভিত্তিক ভাষা আপনি ব্যবহার করতে পারবেন আরবি বাসার পাশাপাশি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষা রয়েছে। সেই ভাষা দিয়ে সহজে আপনি তথ্যগুলো পড়তে পারবেন। বিভিন্ন দিক দিয়ে প্রবেশের পর মসজিদে নববিতে রাসুলুল্লাহ (স.)-এর পবিত্র রওজা মোবারকের সামনের ও পাশের অংশ দেখতে পাবেন ভার্চুয়াল ভ্রমণকারীরা। মসজিদে নববীর অনেকগুলো গেট রয়েছে। আপনার ইচ্ছা অনুযায়ী যে গেটের প্রবেশ করতে চান ওই গেটের উপর টাচ করলে আপনাকে নিয়ে যাবে। পর্দার ওপরে মাঝখানে গেটগুলোর নাম দেওয়া আছে। ওখান থেকে গেট নির্বাচন করতে হবে। আপনি যে গেট দিয়ে ঢুকতে ইচ্ছা করেন সেই গেট দিয়ে ঢুকতে পারবেন যেমন কয়েকটি গেটের নাম হল: উমর ইবনে আল খাত্তাব গেট, আবু বকর আল সিদ্দিক গেট,

আরো পড়ুন: সুস্থ থাকতে একজন ব্যক্তি দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন

আল সালাম গেট, আল রহমাহ গেট,জিবরাইল গেট দিয়ে মসজিদে নববিতে প্রবেশ করা যাবে। মসজিদে নববির গ্যালারি : দেখা যাবে পাঠাগার, গ্যালারি ও প্রদর্শনী কক্ষ। নবীর তৈরি মসজিদের ওপরের অংশও দেখা যাবে। সবুজ মিনারের বিভিন্ন অংশের পাশাপাশি মসজিদে নববির মিনারও দেখা যাবে এই ভ্রমণে। আরও দেখা যাবে মসজিদে নববির ভেতরের দৃশ্য, মসজিদে নববির ছাদ, লাইব্রেরি ও বাকি গোরস্তানসহ আশপাশের সবকিছুই। ভার্চুয়ালি মসজিদে নববি দেখার সময় কম্পিউটার বা মুঠোফোনের পর্দার আকার ছোট বা বড় করে দেখা যাবে। শুধু তা-ই নয়, পর্দার ডান পাশে থাকা বিভিন্ন অপশন কাজে লাগিয়ে ছবিগুলো টুইটার ও ফেইসবুকে শেয়ারও করা যাবে। ঘরে বসেই মসজিদে নববির ভেতর-বাহির ঘুরে দেখতে, নবী করিম (সা.)-এর পবিত্র রওজা ও জান্নাতের এক টুকরো ভূমি হিসেবে পরিচিত পবিত্র রিয়াজুল জান্নাহ দেখে মন ভরানোর এই আয়োজনটি করেছে সৌদি আরবের সরকারি সংস্থা ‘কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স’-এর ভার্চুয়াল রিয়েলিটি টিম।

২০০১ সালে কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স কর্র্তৃপক্ষ ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শায়েখ, নির্বাহী তত্ত্বাবধায়ক ছিলেন শায়খ তালাল বিন রাজিন আল রেহাইলি এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ও ফটোগ্রাফার ছিলেন যথাক্রমে আলি ইবনে আবদুল্লাহ বর্নাভি ও হানি ইবনে জাকি আল ফুল। ২০১০ সালে পবিত্র মসজিদের নববির ভেতর-বাহিরের অর্ধশত উচ্চমানের ছবি যুক্ত করে এই চমৎকার সাইটটি তৈরি করা হয়। ৩৬০ ডিগ্রিতে ছবিগুলো ঘুরিয়ে-ফিরিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যাবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।