মোবাইল রেডিয়েশন কি জানেন, রাতে ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ

মোবাইল রেডিয়েশন কি জানেন। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের নিত্য সঙ্গী। সকাল বেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী। এমন কোন মানুষ নাই যে মোবাইল ফোন ইউজ করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলেই মোবাইল ফোন ইউজ করে। এমন কি রাতে ঘুমানোর সময় মাথার বালিশের কাছে মোবাইলটা রেখে দেয়। আসলে আপনি কি জানেন? রাতে ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক তা সম্পর্কে
মোবাইল ফোনের বিকিরণ ইরেক্টাইল ডিসফাংশনের সাথে যুক্ত। মোবাইল ফোন থেকে নির্গত নীল আলো ঘুমের হরমোন নষ্ট করে। একে মেলাটোনিক বলে এটি শরীরের ঘড়িতে ব্যাঘাত ঘটায়, যার ফলে ঘুমাতে অসুবিধা হয়। মোবাইল ফোনে ক্ষতিকর রেডিয়েশন থাকে যা ক্রমাগত নির্গত হয়।
এর প্রভাব মানুষের মস্তিস্কের জন্য ক্ষতিকর যেমন মাথাব্যথা, পেশীতে ব্যথা এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সংক্রান্ত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মাথার কাছে ফোন রেখে শুলে শরীরে রেডিয়েশনের প্রভাবে প্রাণকোষদের বিকাশে বাঁধার সৃষ্টি হয়। ফলে নানাবিধ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায়।
আরো পড়ুন: উদ্বোধন হলো দেশের প্রথম মোবাইল ব্রাউজার তর্জনী
প্রসঙ্গত, বেশ কিছু বছর আগে একদল অষ্ট্রেলিয়ান গবেষক এই বিষয়ে একটি পরীক্ষা চালিয়েছিলেন। তাতে দেখা গেছে শরীরের কাছাকাছি বেশি সময় মোবাইল ফোন রাখলে স্পার্ম কাউন্ট চোখে পড়ার মতো কমে যায়। ফলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।