
সম্প্রতি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময়ে আচমকা বজ্রপাতে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ভর্তি করা হয়েছে।
স্কুলটির প্রধান শিক্ষক দীপক কুমার রায় বলেন, সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে স্কুলে ক্লাস চলাকালে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি শুরু হবার কয়েক মিনিট পরেই আকস্মিক বজ্রপাত শুরু হয়।
আরও পড়ুন# ঘুমিয়ে লাখপতি হলেন ভারতের তরুণী!
একপর্যায়ে এই বজ্রপাত স্কুলটির সপ্তম শ্রেণির টিনশেস ক্লাসরুমে পড়ে এবং এই বজ্রপাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া কমপক্ষে ২০ শিক্ষার্থী (ছেলে-মেয়ে) আহত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে তখনই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ বলেন—আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশার কথা, কারো অবস্থা গুরুতর নয়।