এবার পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এক সদস্য। ভুক্তভোগী ওই পথচারীর নাম খলিলুর রহমান। অভিযুক্ত পুলিশ সদস্য মাহবুবুল আলম পল্লবী থানার উপ-উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। ঘটনার দিন ওই পুলিশ সদস্য সাদা পোশাকে রুবেল নামের এক সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে ভুক্তভোগী খলিলের পকেটে ভরে দেন। তারপর তাকে মারতে মারতে একটি অটোরিকশায় তোলেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে এসব দৃশ্য। পরে পুলিশ মাদক মামলায় ভুক্তভোগী খলিলকে আটক দেখিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন# খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে নিষেধ করায় বাবাকে খু’ন!
ভুক্তভোগী খলিলুর দাবী করেছেন তিনি মাদক কারবারি নন। তার সাথে মাদকের কোনো সম্পৃক্ততা নেই। তাকে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে কোনো ইয়াবা ছিল না। পুলিশ তার কাছে ইয়াবা দিয়ে তাকে ফাঁসিয়েছে।
এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মাহবুবুল আলম জানান, তিনি কয়েকদিন ধরেই খলিলুরকে ধরতে অভিযান চালাচ্ছিলেন। পরে খিলক্ষেত এলাকা থেকে তারা খলিলুরকে ধরতে সমর্থ হন। এ সময় খলিলুরের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে খিলক্ষেত এলাকা এএসআই মাহবুবুলের অভিযানের আওতায় পড়ে কিনা তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিনা পোশাকে আসামী ধরতে অভিযান চালানোর যে নিষেধাজ্ঞা উচ্চ আদালত থেকে দেওয়া হয়েছে, তার ব্যাপারেও কোনোকিছু বলতে রাজি হননি ওই পুলিশ সদস্য।