
মানিকগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই জেলার সিংগাইর উপজেলার একটি পাটের গুদামে আজ (৩ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার জামসা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে রক্ষিত বেশকিছু পাট ও একটি ঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবু মোল্লা বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাট কিনে সিংগাইরের জামসা বাজারে গুদামজাত করা হতো। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই গুদামে আগুন লেগেছে। পরে থানায় ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে মোট ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন# সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলো পাচ্ছে সন্দ্বীপবাসী!
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। তারপর ফায়ারসার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা!