রাতের আঁধারে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া
শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গতকাল মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে চেপে তিনি মালদ্বীপ গেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে ‘অ্যান্তোনভ–৩২’ নামক একটি সামরিক বিমানে চেপে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গোতাবায়া রাজাপাকসে। এসময় তার সঙ্গী ছিলেন স্ত্রী লোমা রাজাপাকসে ও এক দেহরক্ষীসহ মোট চার জন সদস্য।
এর আগে গত সোমবার রাতে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা আটকে দেন তাকে। পরে তিনি নৌসেনাদের সহায়তায় নৌপথে পালানোর চেষ্টা করেন। তবে সেখানেও বাঁধার মুখে পড়েন।
উল্লেখ্য মার্চ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি সহ নানা বিষয়ে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবারে বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়ে। এরপর বুধবারে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। এর আগেই তিনি দেশ ছেড়ে মালদ্বীপে গেলেন।
আরও পড়ুন# যেভাবে গদি হারালেন বরিস জনসন!