অদ্ভুতুড়েআন্তর্জাতিকসন্দেশ
রাস্তায় মাছ ধরতে বালতি-বস্তা নিয়ে হাজির মানুষজন – ভিডিয়ো ভাইরাল!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় অসংখ্য মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই মাছ ধরতে স্থানীয় মানুষজন বিভিন্ন কাণ্ড ঘটিয়েছে।
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিয়োটি বিহারের। ভিডিয়োতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর মাছ। পাশেই দাঁড়িয়ে আছে যানবাহন। আর সেখানকার মানুষ বস্তা-বালতি নিয়ে ধরছে সেই মাছ। এ যেন মৎস্য বৃষ্টি।
আরও পড়ুন# কনের বোনের গলায় মালা পরালেন বর, এরপর বিয়ের মণ্ডপেই ঘটল আজব ঘটনা!
তারই একটি ভিডিয়ো ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে। মূলত, টুইটারে @ihari_krishan নামক আইডি হতে শেয়ার হয়েছিল সেই ভিডিয়ো। যা মূহুর্তেই ভাইরাল হয়।
তবে, কোথা হতে এত মাছ এলো তার উৎস এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাস্তায় যাওয়া কোনো মাছের ট্রাক উল্টে এমন ঘটনা ঘটেছে।