সাদা জিহ্বা যেসব রোগের লক্ষণ!
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো জিহ্বা। আমাদের মৌখিক গহ্বরের এক-তৃতীয়াংশ জুড়েই মূলত জিহ্বার অবস্থান। এটি আমাদের কথা বলা, খাওয়া, গিলতে ও স্বাদ গ্রহণ করতে সাহায্য করে।
তবে, আমরা অনেকেই জিহ্বার যত্ন নিই না। হয়তো দাঁত পরিষ্কার করি। কিন্তু, আলাদা করে জিহ্বাকে পরিষ্কার করি না। ফলে জিহ্বায় নানা ধরনের ছত্রাক-ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। এছাড়াও আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার জন্যও জিহ্বার রং ও গঠন পরিবর্তন হতে পারে। তো চলুন আজকে জেনে নিই— সাদা বা ফ্যাকাসে জিহ্বা যেসব রোগের লক্ষণ? সে সম্পর্কে!
• ম্যাক্রোগ্লোসিয়া রোগ হলে জিহ্বা অনেকটা বড়ো হয়ে যায়।
• মিডিয়ান রম্বতেড গ্লসাইটিস হলে জিহ্বার মাঝে কালশিটে, চকচকে ও মসৃণ রেখা দেখা যায়।
• জিওগ্র্যাফিক বা ভৌগলিক জিহ্বায় চকচকে লাল ও সাদা প্যাচ দেখা দেয়। যা এলোমেলোভাবে থাকে, দেখতে মানচিত্রের মতো দেখা যায়।
• ফিসার্ড টাং বা বিবর্ণ জিহ্বার কারণে গভীর খাঁজ দেখা দেয়৷ এছাড়াও জিহ্বা ফ্যাকাসে হয়।
আরও পড়ুন# যেসব খাবার হ্যাপি হরমোন বাড়ায়!