স্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

সাদা জিহ্বা যেসব রোগের লক্ষণ!

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো জিহ্বা। আমাদের মৌখিক গহ্বরের এক-তৃতীয়াংশ জুড়েই মূলত জিহ্বার অবস্থান। এটি আমাদের কথা বলা, খাওয়া, গিলতে ও স্বাদ গ্রহণ করতে সাহায্য করে।

তবে, আমরা অনেকেই জিহ্বার যত্ন নিই না। হয়তো দাঁত পরিষ্কার করি। কিন্তু, আলাদা করে জিহ্বাকে পরিষ্কার করি না। ফলে জিহ্বায় নানা ধরনের ছত্রাক-ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। এছাড়াও আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার জন্যও জিহ্বার রং ও গঠন পরিবর্তন হতে পারে। তো চলুন আজকে জেনে নিই— সাদা বা ফ্যাকাসে জিহ্বা যেসব রোগের লক্ষণ? সে সম্পর্কে!

• ম্যাক্রোগ্লোসিয়া রোগ হলে জিহ্বা অনেকটা বড়ো হয়ে যায়।

• মিডিয়ান রম্বতেড গ্লসাইটিস হলে জিহ্বার মাঝে কালশিটে, চকচকে ও মসৃণ রেখা দেখা যায়।

• জিওগ্র্যাফিক বা ভৌগলিক জিহ্বায় চকচকে লাল ও সাদা প্যাচ দেখা দেয়। যা এলোমেলোভাবে থাকে, দেখতে মানচিত্রের মতো দেখা যায়।

• ফিসার্ড টাং বা বিবর্ণ জিহ্বার কারণে গভীর খাঁজ দেখা দেয়৷ এছাড়াও জিহ্বা ফ্যাকাসে হয়।

আরও পড়ুন# যেসব খাবার হ্যাপি হরমোন বাড়ায়!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।