জাতীয়সন্দেশ

পদ্মা সেতুর নাটবল্টু খুলতে চাওয়া বায়েজিদের জামিন স্থগিত!

পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে ফেলা বায়েজিদের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

পদ্মা সেতু থেকে নাটবল্টু খুলে টিকটক করায় বায়েজিদ তালহাকে আটক করা হয়েছিল। এবার হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ৩১ অক্টোবর অব্ধি বায়েজিদের জামিন স্থগিত করলেন।

আরও পড়ুন# ঢাকায় শনাক্ত হলো ওমিক্রনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট!

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিনের আদেশ দেন। পরে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, গত ২৭ জুন পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করছিলো বায়েজিদ তালহা নামক একটি যুবক। এই অপরাধের জন্য বায়েজিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপএ বায়েজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই রিমান্ড শেষে তাকে কারাগারে বন্দি করা হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।