ফিচার

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ৫টি অ্যাপ

স্মার্টফোন ব্যবহারের ফলে আমাদের জীবন হয়ে উঠেছে অনেক সহজ। বিশ্বের প্রতিটি দেশে স্মার্টফোনের ব্যবহার রয়েছে। দিন দিন মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ডিভাইস। স্মার্টফোনের এই জনপ্রিয়তার পেছনে প্রধানতম কারণ বিভিন্ন ধরনের অ্যাপসের ব্যবহার। প্রতিদিন অ্যাপস স্টোর থেকে লাখ লাখ অ্যাপ ডাউনলোড করছেন ব্যবহারকারীরা। আজকে আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ৫টি অ্যাপ

ফেসবুক: সামাজিক যোগাযোগের একটি মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। বর্তমানে সারা বিশ্বে ফেসবুক এর এক্টিভ ব্যবহারকারী ২৮৫ কোটির বেশি। বিশ্বের শতকরা মোট ৮১% মানুষ ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশেও এর ব্যবহারকারী কম নয়। দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা চার কোটি ৮০ লাখ। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।

ইউটিউব: সারা বিশ্ব জুড়ে ইউটিউব ব্যবহার করে মানুষ। বর্তমানে সারা বিশ্বে ৭১ শতাংশ মানুষ ইউটিউব ব্যবহার করে। ইউটিউব একটি ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট। বর্তমানে ভিডিও আদান-প্রদানের যতগুলো সাইট রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউটিউব। এই সাইটটিতে আপনি ভিডিও দর্শন আর একাউন্ট করে ভিডিও আপলোডও করতে পারবেন। ।ইউটিউবে ভিডিও আপলোড করার মধ্যমে টাকাও উপার্যন করা যায়। এই সাইটটিতে আরো রয়েছে ভিডিও পর্যালোচনা, কমেন্ট করা, লাইক করা সহ আরও নানা সুবিধা।

ইনস্টাগ্রাম: বর্তমানে বিশ্বের স্টেক রাম ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের শতকরা ৭৫ শতাংশ মানুষ instagram ব্যবহার করে। ২০১৩ সালের জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে ব্যবহারকারির সংখ্যা ছিল ৯০ মিলিয়ন মানুষ। এর পরিমাণ বেড়ে ১বিলিয়ন হচ্ছে ২০১৮ সালের দিকে। দৈনিক পাঁচ মিলিয়ন মানুষ ইন্টারনেটের সময় কাটায় যার জন্য instagram সহ বিভিন্ন অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো পড়ুন: এবার অ্যাপ বানাল ৯ বছরের মেয়ে, অ্যাপল কোম্পানির প্রশংসা!

স্ন্যাপচ্যাট: জানুয়ারী 2023 পর্যন্ত, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের 51 শতাংশ মহিলা হিসাবে চিহ্নিত এবং মাত্র 48 শতাংশেরও বেশি পুরুষ। 2022 সালের প্রথম ত্রৈমাসিক হিসাবে, মোবাইল ফটো এবং মেসেজিং অ্যাপের বিশ্বব্যাপী 332 মিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল।

হোয়াটসঅ্যাপ: ২৪ ফেব্রুয়ারি ২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান একটন হোয়াটস অ্যাপ নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠা করেন যেটি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।মানুষ তাদের মনের ভাব এর মাধ্যমে খুব সহজেই তুলে ধরতে পারেন। তাদের রয়েছে ১ বিলিয়ন একটিভ ইউজার। যারা ১ দিনে গড়ে প্রায় ২৩ বার অ্যাপটা ওপেন করে থাকে, ৬৫ বিলিয়ন ম্যাসেজ সেন্ড করে, ২০০ মিলিয়ন ভিডিও শেয়ার করে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।