আন্তর্জাতিকসন্দেশ

বৃষ্টিতেও থামছে না ঘুমধুম সীমান্তে গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বৃষ্টিতেও থামছে না গোলাগুলি সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক মাসের বেশি সময় ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মির’ গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের ওয়ালিডং ও খ্য মং সেক পাহাড়ে একপক্ষ আরেক পক্ষের ঘাঁটি ও চৌকি দখল-বেদখলের ঘটনায় গোলাগুলি অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় জঙ্গলে আরাকান আর্মির লক্ষ্যবস্তু ধ্বংস করতে মিয়ানমারের সেনা ও বিমান বাহিনীর জেট ফাইটার ও হেলিকপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে ছোড়া হচ্ছে বোমা ও মর্টার শেল।

চার দিন ধরে জেট ফাইটার ও হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে অনবরত। সকাল থেকে রাত পযন্ত মুহুর্মুহু গুলিবর্ষণের পাশাপাশি পাহাড়ের চৌকি থেকে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল। এতে মিয়ানমারের ওয়ালিডং ও খ্য মং সেক পাহাড়ে বসবাসরত মুরং ও চাকমা সম্প্রদায়ের কয়েক শ বসতি ধ্বংস হয়ে গেছে। তারা দুর্গম পাহাড়ি পথ দিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাইশফাঁড়ি, তুমব্রু হেডম্যানপাড়ায় অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও খবর পাওয়া গেছে। অনুপ্রবেশ ঠেকাতে নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত সিল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আজ সোমবার দুপুর পর্যন্ত মিয়ানমারের কেউ বাংলাদেশের ভেতর অনুপ্রবেশ করেনি। এ সুযোগ দেওয়া হবে না। সীমান্তজুড়ে বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমরা অনেক মিয়ানমারের নাগরিককে পুশব্যাক করেছি।

আরও পড়ুন# লক্ষ্মীপুরে মেঘনার জোয়ারে ভাঙলো সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন!

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, এক মাসের বেশি সময় ধরে রাখাইন রাজ্যে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। বাংলাদেশের মানুষ বেশ আতঙ্কে আছেন। মিয়ানমারের কেউ যেন ঢুকতে না পারে, সে ব্যাপারে কঠোর নির্দেশনা আছে।

দুই দিন ধরে সীমান্ত এলাকায় অতি ভারী বৃষ্টি হচ্ছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হয় বৃষ্টি। স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, আজ সকাল ছয়টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত গুলির সঙ্গে থেমে থেমে ছোড়া হয়েছে মর্টার শেল। এতে সীমান্তের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তুমব্রু এলাকার বাসিন্দা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলের মেম্বার দিল মোহাম্মদ ভুট্টু জানান, বৃষ্টির মধ্যে মিয়াননার বাংলাদেশ সীমান্তে গোলাগুলি চলছে। গুলির বিকট শব্দ এপারে আসছে। আতঙ্কে স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না এলাকার মানুষ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।