সত্যিই কি বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়?

গ্রামের মানুষের ধারণা পাতলা চুল বার বার ন্যাড়া করলে ঘন হয়। তাই ছােটবেলায় প্রায় সব শিশুকে বছরে ২-৩ বার করে চুল কামিয়ে দেন মায়েরা। উদ্দেশ্য একটাই চুল ঘন ও কালাে করা। চুল কামানাের এ উৎসাহ যুবক ও বয়স্কদের মাঝেও লক্ষ করা যায়। আবার কেউ চুল পড়ে যাচ্ছে বলে চুল কামিয়ে ফেলেন।
মাথা নেড়ে করার পেছনে সবার উদ্দেশ্য ঐ একটাই, চুল যদি একটু ঘন ও কালাে হয়! কিন্তু এতে চুল পড়া বন্ধ কিংবা ঘন কোনােটাই হয় না। চুল ঘন কিংবা কালাে হওয়ার বিষয়টি পুরােপুরিই বংশগত। মানুষের মাথার ত্বকে চুলের সংখ্যা জন্মগতভাবে যা থাকে, তারচেয়ে কখনােই বৃদ্ধি পায় না। বৈজ্ঞানিক ব্যবহার কোন তথ্য নেই। বৈজ্ঞানিক কথা কে ভিত্তিহীন মনে করে।
পাতলা চুল ঘন করা আথবা সােনালি চুলকে কালাে করার ক্ষেত্রে বিভিন্ন পরিবেশ কিংবা রােগের সঙ্গেও এ সমস্যার সামান্য সম্পর্ক থাকলেও থাকতে পারে। যারা চুল পড়ার জন্য চুল কামিয়ে ফেলেন তাদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা যক্তিগ্রাহ্য তখনই যদি চিকিৎসক তাকে চুল পড়া বন্ধ করার জন্যে মাথায় ব্যবহারের কোনাে ঔষধ দিয়ে থাকেন।
আরো পড়ুন: শরীরের অবাঞ্ছিত লোম দূর করার সহজ উপায়
যেটা মাথায় চুল না থাকা অবস্থায় ব্যবহার করলে ভালাে ফল পাওয়া যায়। এক্ষেত্রে মাথায় ওষুধ সঠিকভাবে লাগানাের জন্য চুল কামানাে যেতে পারে। তাও না কামালে ক্ষতি নেই। কাজেই চুল ঘন ও কালাে করার মােহে ন্যাড়া মাথা নিয়ে ঘােরার কোনাে মানে হয় না।