জাতীয়সন্দেশ

৫০০ টাকার জন্য যুবককে খু’ন, একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন!

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মিজান সিকদার মিশর নামের এক যুবককে হ’ত্যার পর দায়ের করা মামলায় এক আসামির মৃ’ত্যুদণ্ড এবং আরও দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

গতকাল রবিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় ‌দেন। রায় ঘোষণার সময় তিনজন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেট্রোরেলের আরও ১২ ইঞ্জিন-কোচ ঢাকায় আসছে নদীপথে!

মৃ’ত্যুদণ্ড প্রাপ্ত আসামী বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসনের ছেলে মো. মিঠু। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, বন্দর উপজেলার নোয়াদ্দা এলাকার মঞ্জুর হকের ছেলে মো. মুন্না এবং নোয়াদ্দা এলাকার বংগার ছেলে শয়ন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ২৩ জুলাই পাওনা ৫০০ টাকাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার পর রাতে মশার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও অন্য আসামিরা মিশরকে ছুরিকা’ঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালতে পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনার পর দিন নি’হতের ভাই সানি সিকদার বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মিঠুকে মৃত্যুদণ্ড, মুন্না ও শয়নকে যাবজ্জীবন প্রদান করেন। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরও ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সাজা প্রদান করা হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।