পরীক্ষাশিক্ষা

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা!

আগামীকাল থেকে (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বারবার তারিখ পেছানোর পর অবশেষে শুরু হতে যাচ্ছে স্কুল শিক্ষার্থীদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি।

গত ফেব্রুয়ারী মাসে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও সাড়ে সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষাটি।
আগামীকাল সারাদেশে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এ পরীক্ষা।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ‍্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর আগের বছর পরীক্ষার্থীর সংখ‍্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যা আগের বছরের চেয়ে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম।

আরও পড়ুন# বাংলাদেশের শিশুদের জন্য যুক্তরাজ্য বিনিয়োগ করবে সাড়ে ৫৪ মিলিয়ন পাউন্ড!

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। যা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এরইমধ্যে পরীক্ষা গ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রতিটি কেন্দ্র।

এর আগে করোনা মহামারি ও বন্যা পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে গিয়েছিল এসএসসি পরীক্ষার তারিখ। তবে এখন সব পরিস্থিতি অনুকূলে থাকায় দেরি না করে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।