আর গান বিকৃত করবেন না হিরো আলম!
হিরো আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে ডেকেছিল ডিবি পুলিশ। তার গান বিকৃত করার বিষয়টি নিয়ে হিরো আলমের সাথে ডিবি কথা বলেছেন। আর গান বিকৃত করবেন না বলে জানিয়েছেন হিরো আলম!
সম্প্রতি হিরো আলম রবীন্দ্র সংগীত কভার করেছেন। রবীন্দ্র সংগীত করে কড়া সমালোচনায় পড়েন।
আজকে হিরো আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডাকেন। প্রায় দুইঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় হিরো আলমকে। তারপর মুচলেকা আদায়ের মাধ্যমে হিরো আলমকে ছেড়ে দেন ডিবি পুলিশ। এমনটাই জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশিদ।
আলম নিজের মতো গান করে সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। আর মানুষ সেগুলো মজা হিসেবে উপভোগ করেন। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিল।
রবীন্দ্র সংগীত কভার করার পর বিশিষ্টজনেরা উদ্বিগ্নতা প্রকাশ করেন। এছাড়া আলম অনুমতি ব্যতীত পুলিশের পোশাক পরে অভিনয় করেছেন। এসবের কারণে তাকে ডিবি পুলিশ ডেকে নেন।
ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের পর মুচলেকা আদায় করে ছেড়ে দেন। হিরো আলম আর গান বিকৃত করবেন না বলে কথা দেন।
#আরও পড়ুন: এবার রণবীরের বিরুদ্ধে মামলা!