
সম্প্রতি কুড়িগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে। চড়া দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা।
এই বিষয়ে কুড়িগ্রাম পৌরশহরের বেশ কয়েকটি এলপি গ্যাস সরবরাহকারী দোকানে সন্ধান নিলে দেখা যায় বেশ অনেকদিন ধরেই কুড়িগ্রামে গ্যাসের সংকট। কেবল তাই নয়, চড়া দামেও মিলছে না কোনো গ্যাস সিলিন্ডার।
খুচরো বিক্রেতাদের দাবি, গ্যাস সরবরাহকারী ডিপোগুলোর কাছে সিলিন্ডার থাকা সত্ত্বেও তারা গ্যাস দিচ্ছে না। এমনকি তারা গ্যাস না দেওয়ার নির্দিষ্ট কোনো কারণও জানাচ্ছে না।
সিলিন্ডার বিক্রেতা মেসার্স অনিমা ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র বলেন, ‘প্রতিদিন গ্যাস নিতে আসা লোকজন খালি হাতে ফিরে যাচ্ছেন। ঘরে গ্যাস সিলিন্ডার না থাকলে কোথায় পাবো? ডিপোতে কথা বলেছি। তারা বলেছে গ্যাস নেই। আমার দোকানে একটা সিলিন্ডার ছিল। গতকাল ১৫০০ টাকা দরে বিক্রি করে দিয়েছি।’
আরও পড়ুন# পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!
গ্যাস সিলিন্ডার নিতে আসা আক্তারুজ্জামান বলেন, ‘শহরের সব দোকানগুলোতে ঘুরেও সিলিন্ডার পাইনি। শেষে একটি দোকান থেকে ১২ কেজি ওজনের সিলিন্ডার দুই হাজার টাকা দামে কিনতে হলো।’
গ্যাসে রান্না করা গৃহবধূ মোছা. আছমা খাতুন বলেন, ‘গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছি। রান্না করতে গিয়ে লোডশেডিংয়ে খুবই বিড়ম্বনায় পড়েছি।’
তবে কুড়িগ্রামের গ্যাস সরবরাহকারী ডিপো মের্সাস পনির অ্যান্ড সন্সেএ ম্যানেজার আব্দুস ছালাম গ্যাস সিলিন্ডার মজুদ রাখার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, গত পাঁচ দিন ধরে ঢাকা হতে গ্যাস সিলিন্ডার আসছে না। তবে আগামী পড়শু গ্যাস সিলিন্ডারের ট্রাক আসবে। আর এতে কোনো দাম বাড়ার সম্ভাবনা নেই।