
গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় কৈ মাছ আটকে হাফিজার রহমান নামে এক কৃষকের মৃ’ত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনাটি ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আরও পড়ুন# গ্যাস বেলুন বিস্ফোরণে মীরাক্কেল তারকা আবু হেনা রনিসহ দগ্ধ ৫!
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশে ডোবায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান হাফিজার। তার জালে কৈ মাছ উঠলে তিনি তা জাল থেকে বের করার চেষ্টা করেন। একপর্যায়ে জালে আটকে পড়া কৈ মাছকে তিনি দাঁত দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় একটি কৈ মাছ তার গলার ভেতরে ঢুকে গিয়ে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে সেখানেই তার মৃ’ত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফুল মিয়া।