পরীক্ষাশিক্ষা

পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এসএসসি ও সমমান পরীক্ষায়!

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। সোমবার এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় এই সংখ‍্যা কমে গিয়েছে।

এদিকে পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। আগামী ১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুন# এইচএসসি পরীক্ষা শুরু ৩ নভেম্বর, প্রস্তুত রুটিন!

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮। এর আগের বছর পরীক্ষার্থীর সংখ‍্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন।

এদিকে পরীক্ষা উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, প্রতিবছর নিয়মিত পরীক্ষার্থীদের সাথে অনিয়মিত পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিয়ে থাকে। তবে এ বছর অনিয়মিত পরীক্ষার্থী প্রায় নেই বললেই চলে। এ কারণেই গত বছরের তুলনায় এ বছর এত পার্থক্য তৈরি হয়েছে!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।