
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। সোমবার এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় এই সংখ্যা কমে গিয়েছে।
এদিকে পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। আগামী ১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।
আরও পড়ুন# এইচএসসি পরীক্ষা শুরু ৩ নভেম্বর, প্রস্তুত রুটিন!
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮। এর আগের বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন।
এদিকে পরীক্ষা উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, প্রতিবছর নিয়মিত পরীক্ষার্থীদের সাথে অনিয়মিত পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিয়ে থাকে। তবে এ বছর অনিয়মিত পরীক্ষার্থী প্রায় নেই বললেই চলে। এ কারণেই গত বছরের তুলনায় এ বছর এত পার্থক্য তৈরি হয়েছে!