খবরশিক্ষা

প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ৫ কলেজের নাম!

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০১৮ সালের ৭৬ কলেজের র‌্যাংকিংয়ে সেরা নির্বাচিত হয়েছে ৫ টি কলেজ। যেখানে সবার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ।

জানা যায়, ২০১৫ সালের র‍্যাংকিংয়েও সেরা হয়েছিল এই রাজশাহী কলেজ। উল্লেখ্য, এটি বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলোর মধ্যে তৃতীয়। কেবল মেধা নয়, এই কলেজের অপরূপ পরিবেশ দর্শনার্থীদের জন্য অন্যতম।

আরও পড়ুন: ইন্টারনেটের আওতায় আসছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান!

তাছাড়াও রাজশাহী কলেজের পরে সেরা ৫ এ আছে — সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, এবং কারমাইকেল কলেজ। অন্যদিকে সেরা মহিলা কলেজ হিসাবে লালমাটিয়া মহিলা কলেজ এবং সেরা বেসরকারি কলেজ হিসেবে ঢাকা কর্মার্স কলেজ নির্বাচিত হয়েছে।

সম্প্রতি আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান এই সেরার তালিকা ঘোষণা করেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।