জাতীয়সন্দেশ

প্রকাশিত হলো মেট্রো রেলের ভাড়ার তালিকা!

আগামী ১৬ ডিসেম্বর স্বপ্নের মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও ১১.৭৩ কিলোমিটার অংশে চলাচল শুরু করবে। সরকার এরই মধ্যে মেট্রো রেলের ভাড়াও চূড়ান্ত করেছেন। আজ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) রাতে ঢাকা পরিবহন কতৃপক্ষ(ডিটিসিএ) মেট্রো রেল লাইন-৬ এর ভাড়া বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তি মতে, উত্তর নর্থ স্টেশন হতে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা, উত্তরা সাউথের ভাড়া ২০ টাকা, পল্লবীর ৩০ টাকা, মিরপুর-১১অবধি ৩০ টাকা, মিরপুর-১০ পর্যন্ত ৪০ টাকা, কাজীপাড়া ৪০ টাকা, শেওড়াপাড়া ৫০ টাকা, আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা, বিজয় সরণি ৬০, ফার্মগেট ৭০ টাকা, কারওয়ান বাজার ৮০ টাকা, শাহবাগ ৮০ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ টাকা, সচিবালয় ৯০ টাকা, মতিঝিল ১০০ টাকা এবং কমলাপুর অবধি ১০০ টাকা ভাড়া দিতে হবে।

আরও পড়ুন#  দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নি’হত!

তাছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি কিলোমিটারে মেট্রো রেলের ভাড়া ৫ টাকা। তবে, যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ১০০ টাকা ( উত্তরা নর্থ স্টেশন হতে কমলাপুর স্টেশন পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের জন্য)। এছাড়াও মেট্রো রেলের ভাড়া যাত্রীরা স্মার্ট কার্ডের মাধমে পরিশোধ করলে পাবেন ১০% ছাড়৷ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে যাতায়াতের বিষয়ে ডিএমটিসিএল ব্যবস্থা নেবেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের প্রতিটি ট্রিপের জন্যও থাকছে বিশেষ ছাড়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।