
প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশীকে প্রাণে বাঁচাতে গিয়ে কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুর ১টায় শহরের মিলপাড়া শ্মশান সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দীপ্ত বাগচী মিলপাড়া এলাকার অরুণ বাগচীর ছেলে। তারা মিলপাড়ার মোহাম্মদ লেন এলাকায় থাকতেন বলে জানা গেছে।
#আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের অনুদান পেল বাংলাদেশ
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দুর্গা ঠাকুর প্রতিবছর তাজলক্ষ্মী ঘাট শ্মশান সংলগ্ন গড়াই নদীতে বিসর্জন করা হয়। এবারও প্রতিমা বিসর্জনে অংশ নেয় এলাকার কয়েকজন যুবক।
এসময় অরিত্র নামের এক যুবক পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে প্রাণে বাঁচাতে নদীর পানিতে ঝাঁপ দেয় দীপ্ত। পরে সে পানিতে ডুবে যায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দীপ্ত কুষ্টিয়ার কুমারখালি সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের প্রাণ যাওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
#আরও পড়ুন: চবিতে সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত