জাতীয়শিক্ষাসন্দেশ

প্রাইভেট পড়ানো যাবে না নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে!

নতুন শিক্ষা আইনের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই আইনে কোনো শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে আলাদা ভাবে প্রাইভেট পড়াতে পারবেন না বলে প্রস্তাবনা রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী, শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনের জন্য কোচিং সেন্টার পরিচালনা করা নিষিদ্ধ বলে গণ্য করা হয়নি। তবে কোচিং সেন্টারে কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে পারবে না এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকেও ব্যক্তিগত ভাবে প্রাইভেট পড়াতে পারবেন না। তবে অতিরিক্ত অর্থ না নিয়ে ও অভিভাবকদের অনুমতিক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমের বাইরে  অতিরিক্ত কোচিং ক্লাসের ব্যবস্থা করার অনুমতি দেওয়া হয়েছে।

তবে শিক্ষাবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, এই আইন বাস্তবায়ন করা বেশ জটিল হবে। কারণ, সারাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার; সেখানে কে কাকে পড়াচ্ছে তা তদারকি করা কঠিন হবে।

আরও পড়ুন# রবিবার থেকে আবারও বাড়তে পারে সারাদেশের লোড শেডিং!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।