বাংলাদেশ মিয়ানমার সীমান্তে থেমে থেমে গো’লাগু’লি, আতঙ্কে স্থানীয়রা!
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে থেমে থেমে গো’লাগু’লি চলছেই। এতে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জানা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তংড়ু এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে থেমে থেমেই গো’লাগু’লির ঘটনা চলছে। আরাকান লিবারেশন আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষ দিনকে দিন বেড়েই চলেছে। ভারী অস্ত্র নিয়ে সীমান্তবর্তী এলাকায় একের পর এক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এতে সীমান্তের কাছাকাছি বসবাস করা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
গত ২৮ আগস্ট মিয়ানমারের চারটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এ সময় হেলিকপ্টার থেকে ছোঁড়া দু’টি গোলা এসে পড়ে তংড়ু সীমান্তের ১২০ মিটার ভেতরে। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক আরও বেড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বারবার মিয়ানমার বিমানবাহী কেন আকাশসীমা লঙ্ঘন করছে সে ব্যাপারে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি নাইপিদো। তারা বলছে এটি নিছকই অনিচ্ছাকৃত ভুল!
আরও পড়ুন# আস্থা হারিয়েছে ডলার: পুতিন
তংড়ু সীমান্ত ঘুরে দেখা গেছে, স্থানীয়রা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বাড়ির বাইরে আসতেও ভয় পাচ্ছেন। এলাকার কৃষকরা মাঠে কাজ করতে চাচ্ছেন না। এতে নষ্ট হচ্ছে ফসলী জমি।
এ বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি বলেন, বর্তমানে পরিস্থিতি ভালো রয়েছে। তবুও স্থানীয়দের মধ্যে স্বাভাবিক কারণেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদি কোনো জুম চাষী ক্ষতিগ্রস্ত হন তাহলে সরকার তাদের পাশে থাকবে। আমরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের তংড়ু এলাকায় পাহাড়ি বাঙালি মিলিয়ে প্রায় ২৫০টি পরিবার বসবাস করে।