ফিচার

বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম কত জানেন?

বর্তমানে পৃথিবীতে যতগুলি বহুতল রয়েছে তার মধ্যে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা অন্যতম। এটি পৃথিবীর অন্যতম বিস্ময় ও আকর্ষণ। দেশ-বিদেশে থেকে বহু পর্যটক এই স্থানে ভ্রমণে যান। অনেকেরই দুবাইয়ের বুর্জ খালিফাতে একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা। তবে জানেন কি ৮২৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই বহুতলে কি রয়েছে? পৃথিবীর উচ্চতম এই বহুতল কি দিয়ে সাজানো? অনেকেরই জানার ইচ্ছা। চলুন আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

পৃথিবীর অন্যতম বিল্ডিং বুর্জ খলিফা। ১৬৩ তলা বৈশিষ্ট্য বিল্ডিংটি মনমুগ্ধ করা সুন্দর। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বাইরের আশেপাশে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম প্রায় ২০০ কোটি। ১৬৩ তলার বুর্জ খলিফা অনেক রেকর্ডের অধিকারী। ২০০৯ সালে এর নির্মাণকার্য সম্পন্ন হয়।

একে পৃথিবীর উচ্চতম বহুতল হিসেবে ঘোষণা করা হয়। ২০১০ সালের ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবেএর উদ্বোধন হয়। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিয়ো মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। তাতে ৩৫ হাজারের বেশি মানুষ থাকেন। এ বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহ্ইয়ানের নামে। প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই।

আরো পড়ুন: ভরিপ্রতি স্বর্ণের দামে রেকর্ড!

পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়। পৃথিবীর উচ্চতম বহুতলে থাকার খরচ কম নয়। এখানে ৪ ‌থেকে ৫ বেডরুমের কোনো অ্যাপার্টমেন্টের মূল্য ২ কোটি ৭ লাখ ডলার (বাংলাদেশি ২০০ কোটি টাকার বেশি)। বুর্জ খলিফায় একেকটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের দাম ২০ লাখ আরবীয় মুদ্রা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা)। পৃথিবীর উচ্চতম এই বহুতল ভবনটি যেন বিস্ময়ের প্রতীক হয়ে মাথা তুলে আছে। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতলকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।