অর্থনীতিআন্তর্জাতিকব্যবসা-বাণিজ্যসন্দেশ

আস্থা হারিয়েছে ডলার: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন ডলার ও ইউরোপীয় ইউনিয়নের ইউরোর মতো প্রচলিত রিজার্ভ মুদ্রাগুলো আস্থা হারিয়েছে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে।

রাশিয়ায় গতকাল বুধবার ভ্লাদিভস্তোক বন্দরে সপ্তম বার্ষিক ইস্টার্ন ইকোনমিক ফোরামে পুতিন এমন বক্তব্য প্রদান করেন। 

পুতিন বলছেন, পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। অবাধে লেনদেন হওয়া ডলার, ইউরো ও পাউন্ডের ওপর আস্থা হারিয়ে ফেলছে মানুষ। এসব মুদ্রা লেনদেন পরিচালনা, সম্পদ সংরক্ষণ ও রিজার্ভে ব্যবহৃত হতো।

আরও পড়ুন# রিজার্ভ ঠেকেছে ৩৭ বিলিয়ন ডলারে!

পুতিন বলছেন, এ প্রবণতার কারণে রাশিয়া ও অন্য অনেক দেশ লেনদেনের জন্য অন্য মুদ্রা বিশেষ, করে চীনের ইউয়ানের ও রাশিয়ান রুবলের দিকে ঝুঁকেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘ধাপে ধাপে আমরা এসব অপ্রচলিত মুদ্রা ব্যবহারের দিকে যাচ্ছি।’

উল্লেখ্য সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও অর্থ পরিশোধ ও সঞ্চয়ে ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে।’ এদের মধ্যে সৌদি আরব, ইজরায়েল অন্যতম!

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।