
বাবা-ছেলেকে হত্যার দায়ে ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীদের মধ্যে রয়েছেন এক ইউপি চেয়ারম্যানও। রবিবার (৪ সেপ্টেম্বর) খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা দেন।
আরও পড়ুন# পৃথিবী ছেড়ে চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার!
মামলায় প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস ঘোষণা দেওয়া হয়। এ রায়ের মাধ্যমে খুলনার আলোচিত এই মামলাটির নিষ্পত্তি হলো।
রায়ে বাদীপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ রায়ে খুশি নিহতের আত্মীয়স্বজন ও তাদের প্রতিবেশিরাও। তবে আসামীপক্ষের আইনজীবীরা বলছেন তারা সুষ্ঠু ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে বলেও জানান তারা।