
গত ১৯ সেপ্টেম্বর নেপালে অনুষ্ঠিতসাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশের ফুটবলের দীর্ঘদিনের শিরোপাখরা ঘুচিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অর্জনের এই আনন্দ দোলা দিয়ে গেছে সারা দেশকেই। যাদের হাত ধরে চির-আকাঙ্ক্ষিত সাফল্য এসেছে, পুরো দেশ উৎসবে মেতেছে, সেই ফুটবলাররা প্রায় প্রত্যেকেই বেতন পান নামমাত্র। মাসে কেউ ১২ হাজার, কেউ ১০ হাজার, আবার কেউ পান মাত্র ৮ হাজার টাকা করে। স্বস্তির খবর, তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা দেখা করেছেন সালাহউদ্দিনের সঙ্গে। সেখানেই নাকি বেতন বাড়ানোর কথা বলেছেন বাফুফে সভাপতি । এই বিষয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমাদের তো চাওয়ার শেষ নেই। মূলত ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।’
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী!
বাফুফে কত করে বেতন বাড়াবে নারী ফুটবলারদের এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে।’
এক যুগেরও বেশি সময় ধরে নারী ফুটবলারদের কোচ হিসেবে আছেন গোলাম রব্বানী ছোটন। তিনি জানিয়েছেন, বেতন বাড়লে ভীষণ খুশি হবেন। নিজের বাসায়ও সম্মান বাড়বে তার। ছোটন বলেন, ‘আমরা দিনের অধিকাংশ সময় ফুটবলেই দেই। বাসায় মেহমান হিসেবেই থাকি। মাস শেষে আমাদের সম্মানী বাড়লে, বাসায় সম্মানও বাড়বে। সাবিনাদের সঙ্গে আমাদের বিষয়টিও সভাপতি মহোদয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’
মেয়েরা সাফ জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের অন্যতম আলোচনার বিষয় ছিলো তাদের অপর্যাপ্ত পারিশ্রমিকের ব্যাপারটি।